জেনে নিন অনলাইনে নিজের পাসপোর্ট চেক করার সহজ নিয়ম - Online BD Passport Check

নিজের পাসপোর্ট চেক করার সহজ নিয়ম - নিজের মোবাইল দিয়ে কিভাবে পাসপোর্ট চেক করবেন?নতুন পাসপোর্ট থাকলে পাসপোর্ট অফিসে জমা দেওয়ার পর পাসপোর্ট চেক করতে হবে। কারণ কখনো কখনো পাসপোর্ট আসতে দীর্ঘ সময় নিতে পারে যেমন ১৫,১৮,২১ দিন মতো সময় লাগতে পারে। তাই আমি আজ আমাদের এই পোস্টের মাধ্যমে আপনাদের পাসপোর্ট চেক করার সম্পূর্ণ পদ্ধতি দেখানোর বা বোঝানোর চেষ্টার করবো। আশাকরি আমাদের আজকের পোস্টটি পড়ে আপনি খুব সহজেই আপনার পাসপোর্ট বাসা থেকেই চেক করতে পারবেন।


অনলাইনে নিজের পাসপোর্ট চেক করার সহজ নিয়ম - Online BD Passport Check



তবে এটি জানার আগে আপনার পাসপোর্ট সম্পর্কে কিছু ধারনা থাকা আবশ্যক। কেননা কিছু বিষয় আইডিয়া না থাকলে এটি সম্পর্কে বুঝতে আপনার সমস্য হতে পারে। তো চলুন কিছু বিষয় সম্পর্কে আগে একটু ধারণা নেই-

পাসপোর্ট কি?

পাসপোর্ট হচ্ছে বাংলাদেশের সকল নাগরিকদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় যা একজন ব্যক্তির পরিচয় বহন করে। আর এই পোসপোর্ট এর মাধ্যমে একজন ব্যক্তি একদেশ থেকে অন্যদেশে ভ্রমণ বা অন্যান্য কাজের জন্য যেতে পারে। আর অন্য দেশে যেতে হলে নিজেকে বৈধ প্রমাণ করার জন্য পাসপোর্ট অত্যাবশ্যক ভুমিকা পালন করে।

আর এই পাসপোর্ট জন্য আমরা বিভিন্ন জায়গায় চেক করার জন্য দৌড়িয়ে বেড়ায়। সাধারণত আমরা পাসপোর্টের আবেদন করার পর থেকে শুরু করে হাতে পাওয়ার আগ পর্যন্ত কেমন যেন এক ধরনের কৌতুহল কাজ করে। কখন পাসপোর্ট পাবো,কখন হাতে আসবে। তাই আমরা আজ দেখাবো কিভাবে আপনি অনলাইনে খুব সহজে পাসপোর্ট চেক করবেন।


আপনারা অনলাইনের মাধ্যমে পাসপোর্ট চেকিং করবেন কিভাবে এবং বাকি সব ধরনের স্ট্যাটাস যেমন পাসপোর্ট আবেদন ঠিকভাবে হয়েছে কিনা পাসপোর্ট এখন কি অবস্থায় আছে তার স্ট্যাটাসকে এর পরবর্তী ধাপ কি আপনার পাসপোর্টটি প্রিন্ট হয়েছে কিনা পুলিশ ভেরিফিকেশন হয়েছে কিনা পাসপোর্ট ডেলিভারি জন্য প্রস্তুত হচ্ছে কিনা ইত্যাদি তথ্য সকল আপনি ঘরে বসেই জানতে পারবেন।

এটার জন্য আজকে আমাদের পোস্টটি শেষ অব্দি পড়লে আশাকরি আপনি এই বিষয়ে সম্পূর্ণ জানতে পারবেন।

পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক

পাসপোর্ট (Passport) নাম্বার দিয়ে পাসপোর্ট স্ট্যাটাস জানতে বা পাসপোর্ট চেক করতে, আপনি প্রথমে মোবাইল অথবা কম্পিউটার এর যেকোনো একটি ব্রাউজার এ বেঁছে নিন । এরপরে নিচের ধাপগুলো অনুসরণ করুন-

১. আপনি সার্চ বারে গিয়ে লিখুন www.passport.gov.bd অথবা ক্লিক করুন
এড্রেস বা লিংকটিতে প্রবেশ করলেই পাসপোর্ট অফিসের ওয়েবসাইটে চলে যাবে।

অনলাইনে নিজের পাসপোর্ট চেক করার সহজ নিয়ম

এবার আপনার সামনে পাসপোর্ট অফিসের হোমপেজের ঠিক মাঝ বরাবর দেখতে পাবেন আবেদনপত্রের স্ট্যাটাস (Application Status) চেক বলে একটি অপশন রয়েছে। সেখানে আপনি ক্লিক করবেন। প্রয়োজনে নিচের স্ক্রিনশটটি ফলো করুন।




এবার ওই অপশনটিতে ক্লিক করার পরে আপনার সামনে একটি পেজ ওপেন হবে, যেখানে আপনি দুইটি অপশন দেখতে পাবেন এই দুইটি অপশনের মাধ্যমে আপনি পাসপোর্ট চেক করতে পারবেন। 

১. Application ID (অ্যাপ্লিকেশন আইডি)
২. Online Registration ID (অনলাইন রেজিষ্ট্রেশন আইডি)
প্রয়োজনে নিচের স্ক্রিনশটটি ফলো করুন।


নিম্নে বিষয়াবলী আলোচনা করা হলো-

Application ID- মাধ্যমে পাসপোর্ট চেক

এখন আপনার পাসপোর্ট স্লিপ নাম্বারটি প্রয়োজন পড়বে, আপনি যখন পাসপোর্ট অফিসে পাসপোর্টের জন্য আবেদন করে সব কাগজপত্র জমা দিয়েছেন, সেই সময়ে আপনাকে কর্তৃপক্ষ যে স্লিপ দিয়েছে, সেই স্লিপে আপনার অ্যাপ্লিকেশন আইডি রয়েছে।

অনলাইনে নিজের পাসপোর্ট চেক করার সহজ নিয়ম

একটু খেয়াল করে দেখবেন আপনার ওই স্লিপের ঠিক উপরের ডান কর্ণারে একটি অ্যাপ্লিকেশন আইডি রয়েছে। ওয়েবসাইটের অ্যাপ্লিকেশন আইডি (application ID) এই অপশনটিতে ক্লিক করে পাসপোর্ট স্লিপ নাম্বারটি ও পাসওয়ার্ড বসিয়ে সার্চ বারে ক্লিক করুন। তাহলেই আপনার পাসপোর্ট এর সব তথ্য আপনি পেয়ে যাবেন।

আর আপনার পাসপোর্ট যদি কোনো কারণবশত কার্যক্রম শুরু না হয়ে থাকে তাহলে পাসপোর্ট স্ট্যাটাস অপশনে পেন্ডিং অপশন দেখাবে। 
জেনে নিন অনলাইনে নিজের পাসপোর্ট চেক করার সহজ নিয়ম - Online BD Passport Check

এই গেলো আমাদের প্রথম নিয়ম।

Online Registration id বা Enrolment ID –মাধ্যমে পাসপোর্ট চেক

অনলাইন রেজিস্ট্রেশন আইডির মাধ্যমে আপনি ঘরে  বসে খুব অনায়াসে আপনার তৈরি কৃত পাসপোর্ট চেক করে নিতে পারেন। সেক্ষেত্রে আপনার এই অনলাইন রেজিস্ট্রেশন আইডির ঘরে আপনার পাসপোর্ট এর স্লিপ নাম্বারটি বসিয়ে সার্চ বাটনে ক্লিক করলেই, আপনি এই স্ট্যাটাস বা আপনার পাসপোর্ট এর ফুল স্ট্যাটাস টি দেখতে পাবেন।

পুরাতন পাসপোর্ট চেক করার নিয়ম

আসলে পাসপোর্ট কে আমরা এমন ভাবে ভাবি যে কি যেন একটা এবং  এটা নিয়ে মনের মধ্যে এক ধরনের ভয় কাজ করে। শুনলেই যেন ভয় লাগে। কারণ পাসপোর্ট জিনিসটা পাওয়া অনেকটা কষ্টের একটা বিষয়, অনেকেই গুগলে বা অন্যান্য প্লার্টফর্মে পুরাতন পাসপোর্ট চেক সম্পর্কে জানতে চেয়েছেন।

এছাড়াও আবার অনেকেই বাংলাদেশ পাসপোর্ট অনলাইন কপি বলে ও বিভিন্ন রকম পাসপোর্ট চেক করার বিষয় নিয়ে গুগলে সার্চ করে থাকে।


তাই আমি সকলকেই পরিষ্কারভাবে আজকে বুঝাতে চাই, পুরাতন পাসপোর্ট চেক করার নিয়ম ,নতুন পাসপোর্ট চেক করার নিয়ম ,অনলাইন পাসপোর্ট চেক করার নিয়ম , পাসপোর্ট চেক করার সিস্টেম এবং ই পাসপোর্ট চেক করার নিয়ম সবগুলো একই সিস্টেম,এসকল প্রশ্নের উত্তর ইতিপূর্বে,আমার উপরের দেওয়ার, যে নিয়মটি দেওয়া রয়েছে, এটির মাধ্যমে আপনি আপনার সকল ধরনের পাসপোর্ট স্ট্যাটাস চেক করতে পারবেন।

Post a Comment

Previous Post Next Post