NID Smart Card Status Check | New NID Card Online Check 2024 | ভোটার আইডি কার্ড চেক

NID Smart Card Status Check  New NID Card Online Check 2024  ভোটার আইডি কার্ড চেক


আসসালামু আলাইকুম! আশাকরি সবাই অনেক অনেক ভালো আছেন। সম্মানিত পাঠকবৃন্দ সবাইকে আমাদের 
ট্রিক্সকাকা ওয়েবসাইটে স্বাগতম। আমাদের আজকের এই পোস্টে জাতীয় পরিচয়পত্র সম্পর্কে কিছু তথ্য শেয়ার করবো। আশাকরি পোস্টটি শেষ অব্দি পড়বেন।

আমাদের আজকের পোস্টটি পড়লে আশাকরি NID Smart Card Status Check | New NID Card Online Check 2024 | ভোটার আইডি কার্ড চেক করার নিয়ম সম্পর্কে সমস্ত কিছু জেনে যাবেন। 


আপনি নতুন ভোটার হয়েছেন কিন্তু স্মার্ট কার্ড হতে পাননি? যদি হাতে না পান তাহলে NID এর অফিসিয়াল ওয়েবসাইট ও এসএসএম এর মাধ্যমে খুব সহজে NID Smart Card চেক করতে পারেন।
 
এসএমএস সেন্ড করে অথবা অনলাইনে অফিশিয়াল ওয়েবসাইট থেকে সহজেই জানতে পারবেন আপনার স্মার্ট কার্ড প্রিন্টে হয়েছে কি হয়নি এবং আরো জানতে পারবেন কবে কখন কিভাবে স্মার্ট কার্ড হতে পাবেন।

স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক অনলাইন

আপনি যদি অনলাইনে আপনার স্মার্ট কাড চেক করতে চান তাহলে NID এর অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক অনলাইন
ছবিসহ নিয়মাবলি উল্লেখ করা হলো:-
  • ভিজিট করুন https://services.nidw.gov.bd/nid-pub/card-status/
  • আপনার NID নম্বর বা ফরম নম্বর (যেমন:- NIDFN14412637) এবং জন্ম তারিখ লিখুন
  • ছবিতে থাকা ক্যাপচা কোডটি পূরণ করুন
  • Submit বাটনে ক্লিক করুন
সাবমিট বাটনে ক্লিক করতে আপনি আপনার স্মার্ট কার্ডের স্ট্যাটাস দেখতে পারবেন। প্রয়োজনে উপরের ছবিটি দেখুন তাহলে আপনি আরো ভালো ভাবে বুঝতে পারবেন।

SMS এর মাধ্যমে Smart NID Status Check

আপনি যদি অনলাইনে স্মার্ট কার্ড চেক করতে না পারেন অথবা ইচ্ছুক না হও তাহলে আপনি আপনার হাতে থাকা ফোনের এসএমএস অপশন থেকে চেক করতে পারেন। নিম্নে নিয়মাবলি উল্লেখ করা হলো:-

  • মেসেজ অপশনে যেতে হবে
  • মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে SC
  • তারপর NID নম্বর দিন
  • পাঠিয়ে দিন ১০৫ নম্বরে
উদাহরণ: SC NID 1234567890 এবং Send করুন 105 নম্বরে


Form নম্বর দিয়ে স্মার্ট কাড চেক করার নিয়ম

ফর্ম নম্বর দিয়ে যদি আপনি 🔍স্মার্ট কার্ড চেক করতে চান তাহলে নিম্নে দেওয়া নিয়মাবলি মেনে মেসেজ করুন। রিপ্লায়ে আপনাকে বলে দেওয়া হবে আপনার স্মার্ট কার্ড তৈরি হয়েছে কি না।
  • মেসেজ অপশনে যেতে হবে
  • মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে SC F
  • তারপর ফর্ম নম্বর দিন
  • জন্ম তারিখ,মাস,বছর লিখুন
  • পাঠিয়ে দিন ১০৫ নম্বরে
উদাহরণ: SC F 1234567890 02-03-2022 এবং Send করুন 105 নম্বরে

এভাবে অনলাইন ও এসএমএস এর মাধ্যমে স্মার্ট কার্ড নম্বর, স্মার্ট কার্ড ডেলিভারি স্ট্যাটাস ও বর্তমান অবস্থা সম্পর্কে জেনে নিতে পারবেন। 

অনলাইনে ভোটার কার্ড ডাউনলোড

👉👉🔎ভোটার আইডি কার্ড অনলাইন কপি ডাউনলোড

👉👉নতুন ভোটার হওয়ার ১১ নং ফরম  PDF ডাউনলোড


আশাকরি আমাদের আজকের পোস্টটি পড়ে NID Smart Card Status Check খুব সহজে করতে পেরেছেন। NID Smart Card Status Check করতে যদি কোনো ধরনের সমস্যা হয় তাহলে আমাদের সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করুন। আমাকরি দ্রুত তম সময়ের মধ্যে সমাধান করা হবে।

শেষ কথা

সম্মানিত পাঠ্যবৃন্দ আশা করি NID Smart Card Status Check করার নিয়ম,কিভাবে অনলাইনে আবেদন করা যায়, সেই সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। আজকের লেখাটি এখানে সমাপ্ত ঘোষণা করছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

ট্যাগ: NID card online check,NID card Check,NID bd,Smart NID card check,Smart card check,NID card download,Smart card Check online,NID service bd,NID card online check,ভোটার আইডি কার্ড ডাউনলোড,ভোটার আইডি কার্ড চেক ২০২৫,ভোটার আইডি কার্ড চেক করার নিয়ম,ভোটার আইডি কার্ড চেক 2024,ভোটার আইডি কার্ড ডাউনলোড ২০২৩,NID card Check,NID card check Bangladesh

Post a Comment

Previous Post Next Post