রোমানিয়া যেতে কত টাকা লাগে - রোমানিয়া ভিসার দাম কত

রোমানিয়া যেতে কত টাকা লাগে - রোমানিয়া ভিসার দাম কত

আসসালামু আলাইকুম! আশাকরি সবাই অনেক অনেক ভালো আছেন। সম্মানিত পাঠকবৃন্দ সবাইকে আমাদের ট্রিক্সকাকা ওয়েবসাইটে স্বাগতম। আমাদের আজকের এই পোস্টে রোমানিয়া যেতে কত টাকা লাগে - রোমানিয়া ভিসার দাম কত সম্পর্কে কিছু তথ্য শেয়ার করবো। আশাকরি পোস্টটি শেষ অব্দি পড়বেন।


আমাদের আজকের পোস্টটি পড়লে আশাকরি রোমানিয়া যেতে কত টাকা লাগে - রোমানিয়া ভিসার দাম কত সম্পর্কে সমস্ত কিছু জেনে যাবেন। 


রোমানিয়া হলো দক্ষিণ পূর্ব ইউরোপের মধ্যে অবস্থিত একটি দেশ। রোমানিয়া দেশটিকে দ্বাদশ তম বৃহত্তম দেশ বলা হয়। এই দেশটি দক্ষিণ পূর্ব ইউরোপের মধ্যে সমৃদ্ধশালী একটি রাষ্ট্র। বিশেষ করে ইউরোপের দেশগুলো বিশ্বের মধ্যে অনেক জনপ্রিয় হয়ে গেছে। বর্তমানে সবার মনে একটা চিন্তা ধারা কাজ করে যে, রোমানিয়া যেতে পারলে অনেক টাকা ইনকাম করতে পারবো।

রোমানিয়া ভিসার দাম কত এটা ভিসার ক্যাটেগরি ও এজেন্সির উপর নির্ভর করে। এই এজেন্সি টাকার পরিমান কিছুটা বাড়াতে কমাতে পারে। উন্নত মানের ভিসা করতে গেলে একটু বেশিই টাকা খরচ হবে। ভিসার মান অনুসারে বলা যায়, রোমানিয়া ভিসা পেতে গেলে সর্বনিম্ন ৫ লক্ষ টাকা ও সর্বোচ্চ ৭ লক্ষ টাকা পর্যন্ত খরচ হতে পারে। তবে দালালের খপ্পরে পড়লে আরো ৩-৪ লক্ষ টাকা বেশি খরচ হতে পারে।

রোমানিয়া যেতে কত টাকা লাগে

রোমানিয়ার মতো একটি সমৃদ্ধশালী রাষ্ট্রে যেতে কে না চাই। সবাই চাই ভালো কোনো রাষ্ট্রে গিয়ে ভালো পরিমান ইনকাম করতে। সেই অনুসারে পাসপোর্ট করে ফেলে। ভিসার ক্ষেত্রে এসে দেখে ঝামেলাই পড়ে যায়। কেননা ভিসার সঠিক দাম না জানলে দালাল বা এজেন্সি তার থেকে বেশি পরিমান অর্থ নিতে পারে। তারই জন্য মূলত আমাদের আজকের পোস্টটি। আমাদের আজকের পোস্টের মাধ্যমে জানিয়ে দিবো রোমানিয়া প্রদেশের ভিসার দাম কত, কোন ভিসার কত দাম। আমাদের আজকের পোস্টটি পড়লে আশাকরি আপনি অনুমান করতে পারবেন কোন ধরনের ভিসা নিয়ে যেতে আপনার কত টাকা খরচ হবে। বর্তমান রোমানিয়া ভিসার দাম কত জানতে হলে আমাদের দেওয়া সম্পূর্ণ আর্টিকেলটি শেষ অব্দি পড়তে থাকুন।

ভিসার দাম বাড়া কোমার একটি কারণ হলো ভিসার ক্যাটেগরি। কারণ সবাই একই ভিসা নিয়ে  ইউরোপের মতো রাষ্ট্রে যেতে চাইনা। একেক জনের একেক রকম উদ্দেশ্য থাকতে পারে। কেউ বা যাই পড়াশোনার জন্য,কেউ বা যায় চিকিৎসার জন্য,কেউ বা যায় ভ্রমণ করার জন্য, আবার কেই বা যায় কর্মের সন্ধানে।

এই একেক রকম ভিসার জন্য জন্য একেক রকম অর্থ প্রয়োজন হয়। পড়াশোনার জন্য স্টুডেন্ট ভিসা, চিকিৎসার জন্য মেডিকেল ভিসা,ভ্রমণ করার জন্য টুরিস্ট ভিসা এবং কাজের উদ্দেশ্যে গেলে প্রয়োজন পড়বে ওয়ার্ক পারমিট ভিসা।

ভিসার সকল কার্যক্রম এজেন্সি করে থাকে এটা ছাড়াও অতিরিক্ত কিছু খরচ প্রয়োজন হতে পারে যেমন,পাসপোর্ট খরচ,পুলিশ ভেরিফিকেশন খরচ, মেডিকেল খরচ, ভিসা আবেদন খরচ,বিমানের টিকেটের খরচ এবং ভাষা শেখার খরচ প্রয়োজন হতে পারে। এই আর্টিকেল পড়ে আপনি আনুমানিক ধারণা পাবেন কোন ধরনের ভিসা নিয়ে যেতে আপনার কত টাকা খরচ পড়তে পারে।

রোমানিয়া ভিসার দাম কত

ক্রমিক নম্বর ভিসা ক্যাটাগরি আনুমানিক ভিসা খরচ (টাকা)
স্টুডেন্ট ভিসা ৪-৫ লক্ষ টাকা
ড্রাইভিং ভিসা ৭-৮ লক্ষ টাকা
ওয়ার্ক পারমিট ভিসা ৮-১০ লক্ষ টাকা
গার্মেন্টস ভিসা ৬-৭ লক্ষ টাকা
কোম্পানি ভিসা ১১-১৩ লক্ষ টাকা
জব ভিসা ১০-১২ লক্ষ টাকা
কৃষি ভিসা ৬-৭ লক্ষ টাকা
টুরিস্ট ভিসা ৫-৬ লক্ষ টাকা
সিজনাল ভিসা ৬-৭ লক্ষ টাকা

আমরা ক্যাটাগরি অনুযায়ী টেবিলে আনুমানিক মোট ভিসা খরচ তুলে ধরেছি। যারা সরকারিভাবে যাবেন তাদের খরচ অনেক কম পড়বে। এক্ষেত্রে বেশিরভাগ খরচ রোমানিয়ার কোম্পানি দিয়ে থাকে। অন্যদিকে, যারা বেসরকারিভাবে বিভিন্ন এজেন্সি সহায়তায় যাবেন তাদের খরচ অনেক বেশি পড়বে। যারা কম খরচে যেতে চান তাদেরকে অবশ্যই সরকারিভাবে রোমানিয়া যাওয়ার উপায় জেনে নিতে হবে। নাম মাত্র খরচে তাহলে আপনি যেতে পারবেন।

শেষ কথা

সম্মানিত পাঠ্যবৃন্দ আশা করি রোমানিয়া যেতে কত টাকা লাগে সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। আজকের লেখাটি এখানে সমাপ্ত ঘোষণা করছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

ট্যাগ: রোমানিয়া যেতে কত টাকা লাগে,রোমানিয়া ভিসার দাম কত,রোমানিয়া বেতন কেমন ২০২৪,রোমানিয়া ১ টাকা বাংলাদেশের কত টাকা ২০২৪,রোমানিয়া ভিসা আবেদন ফরম

Post a Comment

0 Comments