টেলিগ্রাম (Telegram) থেকে ইনকাম করার উপায়! [জেনে নিন]

টেলিগ্রাম (Telegram) থেকে ইনকাম করার উপায়! [জেনে নিন]

আসসালামু আলাইকুম! আশাকরি সবাই অনেক অনেক ভালো আছেন। সম্মানিত পাঠকবৃন্দ সবাইকে আমাদের ট্রিক্সকাকা ওয়েবসাইটে স্বাগতম। আমাদের আজকের এই পোস্টে টেলিগ্রাম (Telegram) থেকে ইনকাম করার উপায়! সম্পর্কে কিছু তথ্য শেয়ার করবো। আশাকরি পোস্টটি শেষ অব্দি পড়বেন।


আমাদের আজকের পোস্টটি পড়লে আশাকরি টেলিগ্রাম (Telegram) থেকে ইনকাম করার উপায়! সম্পর্কে সমস্ত কিছু জেনে যাবেন। 

টেলিগ্রাম কি

টেলিগ্রাম (ইংরেজি: Telegram) হলো ক্লাউড-ভিত্তিক যুগপৎ ম্যাসেজিং ও ভয়েস ওভার আইপি সেবা। অ্যান্ড্রয়েড, গ্নু/লিনাক্স, আইওএস, ম্যাকওএস, উইন্ডোজের জন্য টেলিগ্রামের ক্লায়েন্ট অ্যাপলিকেশন রয়েছে। ব্যবহারকারীরা বার্তা, ছবি, ভিডিও, স্টিকার, অডিওসহ যেকোন প্রকারের নথি পাঠাতে পারে। এমনকি বর্তমান এখান থেকে খুব সহজে গেইম খেলে টাকা ইনকাম করা যাচ্ছে।

টেলিগ্রাম থেকে কিভাবে ইনকাম করবো

টেলিগ্রামে বেশ কিছু ইনকাম পদ্ধতি রয়েছে যেমন,টেলিগ্রাম মনিটাইজেশন,টেলিগ্রাম মার্কেটিং,টেলিগ্রাম বট ইত্যাদি। আমরা আজ টেলিগ্রাম বট নিয়ে আলোচনা করবো। কিভাবে টেলিগ্রাম বেট থেকে হাজার হাজার টাকা ইনকাম করা যায়।

টেলিগ্রাম বট (Bot) থেকে কিভাবে ইনকাম করবো

বর্তমান সময়ে ইনকাম করার বড় একটি মাধ্যম হয়ে দাড়িয়েছে এই টেলিগ্রাম বট। টেলিগ্রাম বটের মাধ্যমে খুব সহজে কিছু কাজ করে ইনকাম করা যায়। কাজের মধ্যে রয়েছে ইন্সট্রাগ্রাম ফলো করা,ইন্সট্রাগ্রাম ভিডিও দেখা,লাইক,কমেন্ট করা। টুইটার বা ফেসবুকে ফলো,লাইক,কমেন্ট,শেয়ার করা ইত্যাদি।

এই ছোট ছোট কাজ করে আপনি অনায়াসে হাজার হাজার টাকা ইনকাম করতে পারেন। সত্যি বলতে একটা সময় আমি এটি নিজেই বিশ্বাস করতাম  না। কিন্তু যখনই সত্যি সত্যি টাকা হাতে পেলাম তখন নিজের চোখ বিশ্বাস করতেও কষ্ট হচ্ছিলো। 

যাই পেমেন্ট পেয়ে আসলেই অনেক খুশি হয়েছিলাম। শুধু যে টাকা আমিই পেয়েছি তা কিন্তু নয় বাংলাদেশ ছাড়াও পৃথিবীর হাজার হাজার মানুষ এই কর্মের সঙ্গে ছিল তারাও পেমেন্ট পেয়েছে।

তবে কেই পেমেন্ট বেশি পেয়েছিলো কেউ কম পেয়েছিলো। বলছি কিছুদিন আগে পেমেন্ট দেওয়া নট কয়েন (NOT COIN), ডগস কয়েন (DOGS COIN)। কিছু দিন আগেই আমাদের খুশি করেছে এই দুইটি টেলিগ্রাম বট। তাদের ছোট ছোট কিছু কাজ আমাদের মাধ্যমে করিয়ে দিয়েছে আমাদের পারিশ্রমিক।

বর্তমান সময়ে আমি নিজেও অনেক টেলিগ্রাম বটে কাজ করতেছি। ভাবলাম সবাই কে এটা শেয়ার করি। সবাই কম বেশি টাকা ইনকাম করুক। তবে এই কাজ করতে গেলে আপনাকে একটু ধৈর্য্য ধরতে হবে। সময় দিতে হবে। মনে রাখবেন আপনি যদি ৫০ বটে কাজ করেন তাহলে আপনি ১০ টি বটে অবশ্যই অবশ্যই টাকা পাবেন। যা আপনার ৫০ টি বটে পরিশ্রম করা টাকা উঠে যাবে।

কিছুদিন আগে আমর এক ভাই ডগস কয়েনে কাজ করে ৩লক্ষ টাকা ইনকাম করেছে। আমিই চাই ৩ লক্ষ না ১০০ করে হলেও সবাই যেন টাকা ইনকাম করতে পারে।

অনলাইন এয়ারড্রপ আর্নিং:

নিম্নে আমি বেশ কিছু টেলিগ্রাম বট (Bot) শেয়ার করলাম সেগুলোতে নিয়মিত কাজ করুন। আশাকরি অন্তত ৫টি বট থেকে হলেও আপনি পেমেন্ট পাবেন। সময় না থাকলে অন্তত রাতে ঘুমানোর আগে বটে প্রবেশ করুন। প্রতিদিন যে টাস্ক গুলো দিবে সেই গুলো অন্তত রাতে ঘুমানোর আগে করে রাখুন। 

টেলিগ্রাম বট থেকে হাজার হাজার টাকা ইনকাম

নিম্নে যে বট গুলো শেয়ার করবো প্রতিদিন সেগুলোতে অন্তত একবার প্রবেশ করুন। ধৈর্য্য সহকারে কাজ করুন। আশাকরি ধৈর্য্যের ফল সব সময় শুশিষ্ট হয়। আপনার পরিশ্রম কখনো বিথা যাবেনা।


আজকে আপনাদের আরো বেশকিছু ট্রাস্টেড ক্রিপ্টো মাইনিং বটের সাথে পরিচয় করিয়ে দেবো যেগুলো থেকে প্রফিট পাওয়ার অনেক অনেক বেশি সম্ভাবনা রয়েছে।
কারণ, এই বটগুলো একটা আরেকটার সাথে কানেক্টেড। যেমন: DOGS, BLUMS, X Empire................ 
এদের ফাউন্ডার আর রিলেটেড ওয়ার্ক এনালাইসিস করলে দেখা যায় এদের মার্কেট এবং কমিউনিটি অনেক স্ট্রং যার কারণে ওরা নিজেরাও অনেক প্রফিট করে থাকে আর ইউজারদেরও দেওয়ার চান্স ৮০% এর উপরে থাকে।

নিচে এরকম একটা লিস্ট দেওয়া হচ্ছে, সিরিয়াল অনুযায়ী ফোকাস করুন। তবে আর যা-ই করুন, BLUM কিন্তু মিস দেবেন না। আর যত সম্ভব রেফার করবেন আর টাস্ক ফিলাপ করবেন।



3. ToMarket: 












আর কিছু করুন না করুন, নিয়মিত লগইন/চেক ইন করবেন। টাস্ক থাকলে ফিলাপ করবেন। আর যতটা সম্ভব রেফার করবেন।

যেগুলো বিশ্বাসযোগ্য মনে হয় সেগুলোতে হালকা-পাতলা সময় দিকে দেখবেন একটা না একটাতে পেমেন্ট পেয়ে যাবেন। মনে রাখবেন, সময় কম। একটা নির্দিষ্ট সময় পর মাইনিং ক্লোজ করে দেবে। তখন পেমেন্ট করবে। দেরি করলেই মিস।

আশাকরি আমাদের আজকের পোস্টের মাধ্যমে আপনি টেলিগ্রাম (Telegram) থেকে ইনকাম করার উপায়! সম্পর্কে বিস্তারিত জেনে গেছেন। টেলিগ্রাম (Telegram) থেকে ইনকাম করার উপায়! সম্পর্কিত কোনো কিছু বুঝতে বা জানতে যদি কোনো ধরনের সমস্যা হয় তাহলে আমাদের সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করুন। আশাকরি দ্রুত তম সময়ের মধ্যে সমাধান করা হবে।

👉👉অনলাইনে ভোটার আইডি কার্ড/জাতীয় পরিচয়পত্র সংশোধন করা নিয়ম

শেষ কথা

সম্মানিত পাঠ্যবৃন্দ আশা করি টেলিগ্রাম (Telegram) থেকে ইনকাম করার উপায়! সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। আজকের লেখাটি এখানে সমাপ্ত ঘোষণা করছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

ট্যাগ: Telegram থেকে কিভাবে ইনকাম করা যায়?,টেলিগ্রাম কিভাবে ইনকাম করে?,টেলিগ্রাম কিভাবে কাজ করে?,টেলিগ্রাম কিভাবে পেমেন্ট করে?,Telegram থেকে ৬ হাজার টাকা ইনকাম,How to earn money,টেলিগ্রাম থেকে আয় ২০২৪,টেলিগ্রাম থেকে ইনকাম লিংক,টেলিগ্রাম রেফার করে ইনকাম,নেট থেকে টাকা ইনকাম করার উপায়,টেলিগ্রাম গ্রুপ লিংক,টেলিগ্রাম কোড বসিয়ে ইনকাম,টেলিগ্রাম কিভাবে খুলবো,টেলিগ্রাম একাউন্ট,অনলাইন ইনকাম সাইট 2024,অনলাইন ইনকাম সাইট ২০২৪,ফ্রি টাকা ইনকাম,অনলাইন ইনকাম 2024,অনলাইন ইনকাম সাইট বাংলাদেশ,অনলাইন ইনকাম সাইট বিকাশ পেমেন্ট,অনলাইন ইনকাম মোবাইল দিয়ে ২০২৪,সরকারি অনলাইন ইনকাম,অনলাইনে কাজ করে টাকা ইনকাম করব কিভাবে?,Api থেকে কিভাবে টাকা আয় করা যায়?,ফরসেজ থেকে কত টাকা ইনকাম?,টাকা আয় কিভাবে হয়?

Post a Comment

0 Comments