বিপিএল ড্রাফট ২০২৪-২০২৫: কে কোন ক্যাটাগরিতে [দেখে নিন]

বিপিএল ড্রাফট ২০২৪-২০২৫ কে কোন ক্যাটাগরিতে [দেখে নিন]



আসসালামু আলাইকুম! আশাকরি সবাই অনেক অনেক ভালো আছেন। সম্মানিত পাঠকবৃন্দ সবাইকে আমাদের ট্রিক্সকাকা ওয়েবসাইটে স্বাগতম। আমাদের আজকের এই পোস্টে বিপিএল ড্রাফট ২০২৪-২০২৫: কে কোন ক্যাটাগরিতে সে সম্পর্কে কিছু তথ্য শেয়ার করবো। আশাকরি পোস্টটি শেষ অব্দি পড়বেন।

আমাদের আজকের পোস্টটি পড়লে আশাকরি বিপিএল ড্রাফট ২০২৪-২০২৫: কে কোন ক্যাটাগরিতে সে সম্পর্কে সমস্ত কিছু জেনে যাবেন।


আজ ১৪ অক্টোবর হতে যাচ্ছে ২৪/২৫ সালের বিপিএলের ড্রাফট। ড্রাফটকে সামনে রেখেই গত কয়েকদিন আগেই খেলোয়াড়দের ক্যাটাগরি প্রকাশ করা হয়েছে। সেই সাথে কোন খেলোয়াড় কোন ক্যাটাগরিতে বেতন কত হবে সেটাও প্রকাশ করা হয়েছে।


গত আসরের চেয়ে এবার শীর্ষ তিন ক্যাটাগরিতে বেতন কমানো হয়েছে। এবার A ক্যাটাগরির খেলোয়াড়েরা পাবেন ৬০ লাখ টাকা, B ক্যাটাগরির খেলোয়াড়েরা ৪০ লাখ টাকা, C ক্যাটাগরির খেলোয়াড়েরা পাবেন ২৫ লাখ টাকা, D ক্যাটাগরির খেলোয়াড়েরা পাবেন ২০ লাখ টাকা, E ক্যাটাগরির খেলোয়াড়েরা পাবেন ১৫ লাখ টাকা, F  ক্যাটাগরির খেলোয়াড়েরা পাবেন ১০ লাখ টাকা। 

দেশীদের লিস্টটা নিচে দিলাম! কাকে কোন ক্যাটাগরিতে দেখে অবাক হয়েছেন জানাবেন। নিম্নে বিদেশী ক্রিকেটারের লিস্টও প্রকাশ করা হয়েছে।

🔴 বিপিএল ২০২৪/২৫: ক্যাটাগরি A 
🔴 পারিশ্রমিক - ৬০ লক্ষ টাকা

১. সাকিব আল হাসান
২. মাহমুদুল্লাহ রিয়াদ
৩. নাজমুল হোসেন শান্ত
৪. মুশফিকুর রহিম
৫. মেহেদী হাসান মিরাজ
৬. মোস্তাফিজুর রহমান
৭. লিটন দাস
৮. রিশাদ হোসেন
৯. শরিফুল ইসলাম
১০. তাওহীদ হৃদয়
১১. তাসকিন আহমেদ
১২.তামিম ইকবাল

🔴 বিপিএল ২০২৪/২৫: ক্যাটাগরি B
🔴 পারিশ্রমিক - ৪০ লক্ষ টাকা

১. আফিফ হোসেন
২. এনামুল হক বিজয়
৩. হাসান মাহমুদ
৪. ম্যাশরাফি বিন মর্তুজা
৫. জাকের আলী
৬. নরুল হাসান সোহান
৭. পারভেজ ইমন
৮. তানজিম সাকিব
৯. তানজীদ তামিম
১০. তানভীর ইসলাম
১১. শামীম পাটোয়ারী
১২. শেখ মেহেদী হাসান

🔴 বিপিএল ২০২৪/২৫: ক্যাটাগরি C 
🔴 পারিশ্রমিক - ২৫ লক্ষ টাকা

১. আবু হায়দার রনি
২. এবাদত হোসেন
৩. ইমরুল কায়েস
৪. মাহমুদুল হাসান জয়
৫. আল আমিন জুনিয়র
৬. মুকিদুল মুগ্ধ
৭. জাকির হাসান
৮. মিথুন
৯. সাইফ হাসান
১০. মোহাম্মদ সাইফউদ্দিন
১১. মুমিনুল
১২. মোসাদ্দেক
১৩. নাহিদ রানা
১৪. নাহিদুল
১৫. নাসুম
১৬. নাইম শেখ
১৭. রকিবুল জুনিয়র
১৮. সৌম্য সরকার
১৯. রনি তালুকদার
২০. তাইজুল
২১. খালেদ আহমেদ
২২. ইয়াসির আলী চৌধুরী

🔴 বিপিএল ২০২৪/২৫: ক্যাটাগরি D
🔴 পারিশ্রমিক - ২০ লক্ষ টাকা
১. আবু জায়েদ রাহি
২. আকবর আলী
৩. আলিস আল ইসলাম
৪. আরাফাত সানি
৫. আরিফুল হক
৬. ফজলে মাহমুদ রাব্বি
৭. হাবিবুর রহমান সোহান
৮. ইরফান শুক্কুর
৯. কামরুল ইসলাম রাব্বি
১০. মাহিদুল ইসলাম অঙ্কন
১১. জিসান আলম
১২. সৈকত আলী
১৩. মৃত্যুঞ্জয় চৌধুরি
১৪. নাঈম হাসান
১৫. নাজমুল ইসলাম অপু
১৬. নিহাদ উজ জামান
১৭. রেজাউর রহমান রাজা
১৮. রিপন মণ্ডল
১৯. রবিউল হক
২০. রুবেল হোসেন
২১. সাদমান ইসলাম
২২. শফিকুল ইসলাম
২৩. সোহাগ গাজী
২৪. শহিদুল ইসলাম
২৫. শুভাগত হোম
২৬. সুমন খান
২৭. সানজামুল ইসলাম
২৮.জিয়াউর রহমান।

বিদেশি ক্রিকেটারদের ক্ষেত্রে সর্বোচ্চ ৭০ হাজার ডলার বা বর্তমান মুল্য অনুযায়ী সাড়ে ৮৩ লাখ টাকা মূল্যের ‘A’ ক্যাটাগরিতে আছেন ২০ জন ক্রিকেটার। সবমিলিয়ে তাদের পাঁচটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। ‘B’ ক্যাটাগরিতে থাকা (৩৮ জন) ক্রিকেটারের মূল্য ৫০ হাজার ডলার, ‘C’ ক্যাটাগরি (৬৬ জন) মূল্য ৩০ হাজার, ‘D’ ক্যাটাগরি (১৩৫ জন) মূল্য ২৫ হাজার ও ‘E’ ক্যাটাগরিতে থাকা (১৮১ জন) ক্রিকেটাদের ১৫ হাজার ডলার করে ভিত্তিমূল্য ধরা হয়েছে।

ক্যাটাগরি ‘A’
১. জশ লিটল
২. লুইস গ্রেগোরি
৩. পিটার সিডল
৪. ডেভিড মালান
৫. হজরতউল্লাহ জাজাই
৬. ওলি রবিনসন
৭. মার্টিন গাপটিল
৮. কাইস আহমেদ
৯. জর্জ মানসি
১০. শেন ডওরিচ
১১. কার্লোস ব্রাথওয়েট
১২. লুক উড
১৩. মোহাম্মদ হাসনাইন
১৪. মোহাম্মদ ওয়াসিম
১৫. নান্দ্রে বার্গার
১৬. উসামা মীর
১৬. মোহাম্মদ হারিস
১৭. সাইম আইয়ুব
১৮. পাথুম নিসাঙ্কা 
১৯. অ্যালেক্স হেলস।

ক্যাটাগরি ‘B’
১. কাসুন রাজিথা
২. কেভন কুপার
৩. চামারা কাপুগেদারা
৪. অ্যাশলে নার্স
৫. জ্যাক লিস
৬. রিস টপলি
৭. রাকিম কর্নওয়াল
৮. ইসুরু উদানা
৯. ওশান থমাস
১০. বেন কাটিং
১১. মোহাম্মদ শাহজাদ
১২. কোরি অ্যান্ডারসন
১৩. জেমস ফুলার
১৪. জ্যাকব ডাফি
১৫. আমের জামাল
১৬. শার্জিল খান
১৭. আব্দুল্লাহ শফিক
১৮. ইমাম-উল হক
১৯. সাদিরা সামারাবিক্রমা।

ক্যাটাগরি ‘C’
১. ওশাদা ফার্নান্দো
২. অ্যারন জোন্স
৪. রায়ান বার্ল
৫. সামিউল্লাহ শেনওয়ারি
৬. ইয়াসির শাহ
৭. আব্বাস আফ্রিদি
৮. রবি বোপারা
৯. সামিত প্যাটেল
১০. ওয়াহাব রিয়াজ
১১. হেইডেন ওয়ালশ
১২. রেয়মন রেইফার
১৩. চ্যাডউইক ওয়ালটন
১৪. রিচার্ড এনগারাভা
১৫. শন উইলিয়ামস
১৬. উমর আকমল
১৭. রায়াদ এমরিট
১৮. ক্রিস্টোফার এমপোফু
১৯. জ্যাক বল
২০.কার্টিস ক্যাম্ফার।

‘D’ ও ‘E’ ক্যাটাগরিতে থাকা বড় নাম
১. সিসান্দা মাগালা
২. দৌলত জাদরান
৩. রস এডায়ার
৪. রোহান মোস্তফা
৫. হার্দুস ভিলজয়েন
৬. জর্জ ডকরেল
৭. কেনার লুইস
৮. ক্রেইগ আরভিন
৯. ইয়ানিক কারিয়াহ
১০. কলিম সানা
১১. স্টিভেন টেলর,
১২. মোনাঙ্ক প্যাটেল
১৩. শেলডন কটরেল
১৪. কুশল মাল্লা
১৫. কুশল ভুর্তেল
১৬. দীপেন্দ্র সিং আইরি
১৭. ব্রায়ান চার্লস
১৮. ফারাজ আকরাম
১৯. লাহিরু সামারাকুন।

শেষ কথা

সম্মানিত পাঠ্যবৃন্দ আশা করি বিপিএল ড্রাফট ২০২৪-২০২৫: কে কোন ক্যাটাগরিতে সে সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। আজকের লেখাটি এখানে সমাপ্ত ঘোষণা করছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

👉👉দুবাই কোম্পানি ভিসা বেতন কত ২০২৪

ট্যাগ: বিপিএলের ড্রাফটে ৪৪০ বিদেশি ক্রিকেটার,বিপিএলের প্লেয়ার্স ড্রাফটের তালিকা,বিপিএল প্লেয়ার্স ড্রাফট, ক্রিকেটারদের নতুন ক্যাটাগরি ঘোষণা,বিপিএলের প্লেয়ার্স ড্রাফট আজ,

Post a Comment

0 Comments