ওয়েবসাইট কিভাবে তৈরি করে [বিস্তারিত জানুন]

ওয়েবসাইট কিভাবে তৈরি করে



আসসালামু আলাইকুম! আশাকরি সবাই অনেক অনেক ভালো আছেন। সম্মানিত পাঠকবৃন্দ সবাইকে আমাদের ট্রিক্সকাকা ওয়েবসাইটে স্বাগতম। আমাদের আজকের এই পোস্টে ওয়েবসাইট কিভাবে তৈরি করে সে সম্পর্কে কিছু তথ্য শেয়ার করবো। আশাকরি পোস্টটি শেষ অব্দি পড়বেন।

আমাদের আজকের পোস্টটি পড়লে আশাকরি ওয়েবসাইট কিভাবে তৈরি করে সে সম্পর্কে সমস্ত কিছু জেনে যাবেন। 

ওয়েবসাইট কিভাবে তৈরি করে ?

ওয়েবসাইট তৈরি করা একটি পর্যায়ক্রমিক কাজ। ওয়েব পেজ তৈরি ও মেইন্টেইন করার জন্য টেকনিক্যাল জ্ঞানের প্রয়োজন পরে। নিচে একটি ওয়েবসাইট কীভাবে তৈরি করে সে সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হলো।
ডোমেইন হোস্টিংঃ আমরা জানি প্রতিটি ওয়েবপেজ অনলাইনে সার্ভারে জমা থাকে। সার্ভারে জমা করা এবং তা থেকে ভিজিটরের সামনে ওয়েব পেজ প্রদর্শিত করার জন্য প্রয়োজন পরে ডোমেইন এবং হোস্টিং সার্ভিসের। এখানে ওয়েবসাইটের নাম এবং অ্যাড্রেস (URL) কে ডোমেইন বলা হয়।

এই ডোমেইন দ্বারা ইন্টারনেটে থাকা কোটি কোটি ওয়েবসাইট থেকে নির্দিষ্ট ওয়েবসাইট খুঁজে পাওয়া যায়।
হোস্টিং হলো ওয়েবসাইটের সকল ফাইল স্টোর করে রাখার জায়গা, যাকে সার্ভার বলে। ডোমেইন ক্রয় করার পর তা হোস্টিং এর সাথে কানেক্ট করা হয়। এতে যখন কোন ইউজার ওয়েব ব্রাউজারে ডোমেইন নেম প্রবেশ করে তখন তা হোস্টিং এর কাছে HTTP/HTTPs রিকোয়েস্ট পাঠিয়ে কাঙ্ক্ষিত ওয়েবপেজ প্রদর্শিত করে।

প্লাটফর্ম নির্বাচনঃ ওয়েবসাইট সাধারণত দুই ধরনের, যেমন স্ট্যাটিক ও ডায়নামিক হয়ে থাকে। তাদের মধ্যে আবার কাস্টম এবং সিএমএস নির্ভর ওয়েবসাইট তৈরি করা যায়। কাস্টম সিস্টেমে আপনি যে কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে কোড লিখে প্রতিটি ওয়েব পেজ তৈরি করে তা সার্ভারে আপলোড করে ওয়েবসাইট বানাতে পারবেন।

অন্যদিকে সিএমএস যেমন ওয়ার্ডপ্রেস ইউজ করে সহজেই প্রি-মেড থিম বা টেম্পলেট ইন্সটল করে ওয়েবসাইট তৈরি করতে পারবেন। তো ডোমেইন হোস্টিং নেওয়ার পর কোন পদ্ধতি ব্যবহার করে ওয়েবসাইট তৈরি করবেন তা নির্ধারণ করে নিতে হবে।

কন্ট্রোল প্যানেলঃ কন্ট্রোল প্যানেল হলো আপনার ওয়েবসাইটের হোস্টিং ড্যাশবোর্ড নিয়ন্ত্রণ করা। একটি ওয়েবসাইটের সব ধরনের টেকনিক্যাল ডাটা এবং সেটিংস এখানে থাকে। কন্ট্রোল প্যানেল থেকে আপনি ওয়েবসাইটের সকল কনটেন্ট এবং থিম ফাইল আপলোড, ডাউনলোড এবং ডিলিট করতে পারবেন। তাছাড়া সিকিউরিটি সেটিংস সহ অন্যান্য অনেক প্রয়োজনীয় সেটিং পাবেন।

ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপমেন্টঃ ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপমেন্ট অনেক গুরুত্বপূর্ণ বিষয়। আপনার ডিজাইনের উপর নির্ভর করে ওয়েবসাইটটি ভিজিটরের সামনে কেমন দেখাবে। ওয়েবসাইট তৈরি করার উদ্দেশ্য এবং সফলতার মাঝখানে ডিজাইন অনেক বড় একটি ভূমিকা পালন করে।

অন্যদিকে, ওয়েব পেজ ডেভেলপমেন্টের উপর পুরো ওয়েবসাইটের পারফর্মেন্স নির্ভর করে। অর্থাৎ আপনার ওয়েবসাইট কোন ধরনের ঝামেলা ছাড়া ২৪/৭ চলার জন্য এবং নিত্যনতুন ফিচার যোগ করার জন্য ডেভেলপমেন্ট প্রয়োজনীয়। মোটকথা ওয়েবসাইট সম্পূর্ণটাই ডিজাইন এবং ডেভেলপমেন্টের উপর নির্ভরশীল।

ওয়েবসাইট পাবলিশঃ যখন উপরে বর্ণিত সকল কাজ করা শেষ হয়ে যাবে তখন আপনার ওয়েবসাইট ইন্টারনেটে পাবলিশ করার জন্য পুরোপুরি তৈরি হয়ে যাবে। ওয়েবসাইটের সব ধরনের টেস্ট এবং বাগ ফিক্সিং করা হয়ে গেলে কনটেন্ট অ্যাড করে তা ইন্টারনেটে পাবলিশ করতে হবে। এই প্রক্রিয়ায় প্রথমেই সার্চ ইঞ্জিনে ওয়েবসাইট ইনডেক্স করাতে হবে যাতে মানুষ গুগল বা বিং এ সার্চ করেই আপনার ওয়েবসাইট ভিজিট করতে পারে। 

শেষ কথা

সম্মানিত পাঠ্যবৃন্দ আশা করি ওয়েবসাইট কিভাবে তৈরি করে সে সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। আজকের লেখাটি এখানে সমাপ্ত ঘোষণা করছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

👉👉দুবাই কোম্পানি ভিসা বেতন কত ২০২৪

ট্যাগ: ওয়েবসাইট তৈরির প্রতিষ্ঠান,ওয়েবসাইট তৈরির ধাপসমূহ,ওয়েবসাইট লিংক,শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইট তৈরির নিয়ম,ওয়েবসাইট তৈরির খরচ,নতুন ওয়েবসাইট,অনলাইন ওয়েবসাইট,ওয়েবসাইট তৈরির ধাপ কয়টি

Post a Comment

0 Comments